Posts

শেষ দেখা

 আমাদের শেষ দেখাটা ঠিক শেষ দেখার মতো ছিলোনা, একে অপরের কেউই জানতাম, এরপর আর দেখা হবেনা।আমি যদিও চেয়েছিলাম একবার অন্তত দেখা হোক, কিন্তু অপর পাশের রেড সিগন্যাল বুঝতে বেশি সময় লাগলোনা।মানুষ টাকে আমি প্রায় আমার প্রথম প্রথম ভালোলাগার অনুভূতির বয়স থেকে চিনি।সেই যে চিনলাম, আজো আর এমন মানুষ দ্বিতীয় টি খুঁজে পেলাম না।মানুষটা আমাকে না বেধেও যেনো বেধে রেখেছিলো, কি অঅদ্ভুত মায়াই না কাজ করতো, কি পাগলামিটাই না করতাম আমি, আর সে মুচকি হাসি দিয়েই সব পাগলামি মাথা পেতে নিতো।এতগুলো বছরেও মানুষটার কাছে আমি ফুরিয়ে যাই নি।কিন্তু, নিজ ভুলে আজ মানুষটাকে পেয়েও আমি শূন্য। বাস্তবিক অর্থে সে আর আমার পাশে নেই।আর আমিও এক অসহ্য জীবন এর যাতাকলে বন্দী। আমাদের দেখা হয়না অনেক বছর, কিন্তু তবুও যেনো মনে হয়,আমি যেমন চোখ বুঝলেই তারে টের পাই, সেও যেনো আমারে খুঁজে। কিন্তু নিয়তি আর চায়না।আগে জানলে শেষ দেখাটাই স্মরণীয় করে রাখতাম।মানুষ টা যেখানেই আছে ভালো থাকুক, আমাকে একটু মনে রাখুক।আমাদের ঘুরে ফিরে আবার দেখা হয়ে যাক।